261007

ঢাকায় ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে সিটি নির্বাচন উপলক্ষে

ডেস্ক রিপোর্ট : ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৭৮ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আরটিভি

ইসি’র উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্বাচন উপলক্ষে ২৯ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা হতে ৩০ জানুয়ারি মধ্য রাত বারোটা পর্যন্ত সকল প্রকারের বেবিট্যাক্সি /অটোরিক্সা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়াও লঞ্চ, ইঞ্জিন চালিত সকল ধরনের নৌযান ও স্পিডবোর্ড চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা ছাড়া বেশকিছু যান চলাচলের ওপর বাধা-নিষেধ আরোপ করছে ইসি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান বলেন, রাজধানীতে সমস্যা আছে। সব যান চলাচলে নিষেধাজ্ঞা দিলে মানুষের সমস্যা হয়। তাই আগের মতো কড়াকড়ি থাকবে না। আরেকটি পত্র কয়েকদিনের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয়কে পাঠানো হবে। আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.