261120

বিশ্বের নানা প্রান্তের মানুষের মিলনমেলা এই ঘুড়ি উৎসব

ডেস্ক রিপোর্ট : ঘুড়ি এবার বিশ্বের নানা প্রান্তের মানুষকে করেছে এক। পৌষ সংক্রান্তি উপলক্ষে ভারতের গুজরাটে আয়োজিত ঘুড়ি উৎসবে যোগ দেন বিভিন্ন দেশের নানা বয়সী মানুষ। হাসি আনন্দে একটি স্মরণীয় দিন উদযাপন করেন তারা।
আকাশে নানা রঙের ঘুড়ি নিয়ে ভারতের গুজরাটের সুরাট শহরে হাজির হন প্রতিযোগীরা। বেশি নজর কাড়ে মানুষের অবয়ব, কার্টুনের চরিত্রের অবয়বের ঘুড়ি।

বিশ্বের ১১০টি দেশ থেকে আসা প্রতিযোগী এতে অংশ নেন। বিশাল এ আয়োজন পরিণত হয় আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে। সবার চোখে-মুখে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

উৎসবে ফ্রান্স, নেপাল, রাশিয়া, সিঙ্গাপুর, ইউক্রেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগী অংশ নেন বেশি। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.