261323

কাশ্মীরি যুবক বরফের গাড়ি বানিয়ে চমক সৃষ্টি করলেন!

ডেস্ক রিপোর্ট : বরফ দিয়ে গাড়ি বানিয়ে চমক সৃষ্টি করলেন জুবায়ের আহমেদ নামের এক কাশ্মীরি যুবক। ইতিমধ্যেই তার গাড়িটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে তার বরফ গাড়ি বানানোর গল্প। সামাজিক যোগাযোগমাধ্যমেও জুবায়েরের এই ‘স্নো-কার’ ভাইরাল হয়ে পড়েছে।

এনডিটিভি জানায়, বরফে ঢাকা পড়ে গেছে কাশ্মীরের রাজধানী শ্রীনগর। সেই তুষারকেই দারুণভাবে ব্যবহার করেছেন জুবায়ের।
তুষারপাতে বিপর্যস্ত কাশ্মীরে তুষারপাতের বরফ দিয়ে একটি গাড়ি তৈরি করে ফেলেন তিনি। গাড়িটি দেখতে দারুণ সুন্দর। তাই গাড়িটিকে ঘিরে স্থানীয়দের আগ্রহের কমতি নেই। সবাই গাড়িটির ছবি তুলছে। তাছাড়া অনেককে গাড়ির সঙ্গে সেলফি নিতে দেখা গেছে।

সংবাদমাধ্যমকে জুবায়ের বলেন, আমি ছোটবেলা থেকেই এসব করে আসছি। বরফ ব্যবহার করে যে কোনো কিছু তৈরি করতে পারি আমি, এমনকি তাজমহলও। আমার কেবল উপাদান দরকার। আমি এমন কিছু তৈরি করতে চাই যা বিশ্বের মানুষ দেখবে।

গাড়ির নানা যন্ত্রপাতি সরঞ্জামের ব্যবসার সঙ্গে যুক্ত জুবায়ের। ফলে তার গাড়ির প্রতি আগ্রহ অনেক দিন থেকেই। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.