261687

এতিম শিশুদের খাতা তৈরি হচ্ছে ফেলে দেওয়া পোস্টার দিয়ে!

ডেস্ক রিপোর্ট : সদ্য সমাপ্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পোস্টার সরানো নিয়ে যখন চলছে বিস্তর আলোচনা, এমন সময় সেই পোস্টার নিয়ে আশার আলো দেখাচ্ছে একটি সংগঠন। ফেলে দেওয়া সেই পোস্টার দিয়ে কয়েক হাজার এতিম শিশুর জন্য খাতা তৈরির উদ্যোগ নিয়েছে ‘বিদ্যানন্দ’ নামের একটি শিক্ষা সহায়ক স্বেচ্ছাসেবী সংগঠন।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে পোস্টার সংগ্রহ করছে সংগঠনটির কর্মীরা। সেই জঞ্জাল থেকে শিক্ষার আলো ছড়ানোর এই মিশনে অংশ নিচ্ছেন সিটি করপোরেশনের মেয়র ও কমিশনার।

সংগঠনটির ঢাকা শাখার স্বেচ্ছাসেবক হাবিবুর রহমান সম্রাট বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহৃত পোস্টার সংগ্রহের কাজ আমরা শুরু করি গতকাল রোববার থেকে। প্রথমে রাজধানীর মিরপুর থেকে এই সংগ্রহ শুরু করার পর আমরা ফেসবুকে একটি পোস্ট দেই এবং ফেসবুকে লাইভ করি। এরপর বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের কাছে ফোন করে পোস্টা নিয়ে আসতে বলা হয়। ঢাকার একজন নবনির্বাচিত মেয়রও আমাদের ডেকে নিয়ে অনেক অব্যবহৃত পোস্টার দিয়েছেন।’

হাবিবুর রহমান সম্রাট আরও বলেন, ‘গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার পোস্টার সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৮০ হাজার পোস্টার পাওয়া গেছে, যেগুলো কোথাও ব্যবহৃত হয়নি। আরও কয়েকদিন চলবে এই পোস্টার সংগ্রহ অভিযান। ১ লাখ পোস্টারে প্রায় ৪০ হাজার খাতা হচ্ছে। আমরা চাচ্ছি, প্রায় ১ লাখ খাতা তৈরি করতে।’

এই স্বেচ্ছাসেবক বলেন, ‘এবারের নির্বাচনে মূলত তিন ধরনের পোস্টার ব্যবহার করা হয়েছে। আমরা সব পোস্টারই সংগ্রহ করছি। একপাশে লেখা পোস্টার দিয়ে খাতা তৈরি করা হচ্ছে। এ ছাড়া পলিধিন লাগানো পোস্টারে ব্যাগ তৈরি করার চেষ্টা চলছে এবং দুই পাতায় প্রিন্ট করা পোস্টারগুলো দিয়ে ঠোঙা তৈরি করা হচ্ছে। এই ঠোঙা বিশেষ করে আগামী রমজানে ব্যবহার করা হবে।’

স্বেচ্ছাসেবক সম্রাট আরও বলেন, ‘পোস্টার পুড়িয়ে পরিবেশ বিপর্যয় না করে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা নিজ দায়িত্বে সংগ্রহ করে নিয়ে আসব। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট পেপারে এক পৃষ্ঠা অব্যবহিত থাকে, যদি তারা এসব আমাদের কাছে তুলে দিতো, তবে আমরা দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে পারতাম।’

জানা যায়, অনুদানের টাকায় দেশে মোট ছয়টি এতিমখানা পরিচালনা করছে বিদ্যানন্দ। রাজবাড়ী, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, ‍রুমা, আলীকদম, কক্সবাজারের রামু ও খাগড়াছড়িতে রয়েছে এই ছয়টি এতিমখানা। এ ছাড়া ঢাকায় সংগঠনটির প্রধান শাখা ছাড়াও নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে শাখা রয়েছে।

প্রসঙ্গ, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন সম্পন্ন হয়। এরপর নির্বাচনে ব্যবহৃত পোস্টার সরানোর দাবি ওঠে। পরে গতকাল বিকেলে বনানী নির্বাচনী কার্যালয়ে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম সেই পোস্টার সরানোর বিষয়ে কথা বলেন।

মেয়র বলেন, ‘আগামী তিন দিনের মধ্যে ডিএনসিসি এলাকা পোস্টার মুক্ত হবে। আমাদের নিজেদের কর্মী মাঠে নামিয়ে দেব। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আগামীকাল, পরশুর মধ্যে পোস্টার নামানো হবে। পলিথিনে মোড়ানো পোস্টারগুলো রিসাইকেলিং করা হবে। যারা পোড়াচ্ছেন তাদের প্রতি অনুরোধ কেউ পোড়াবেন না, আমরা এগুলো রিসাইকেলিং করব।’

ওই ঘোষণা দেওয়ার পর আজ সোমবার বনানীর ১৪ নম্বর রোডে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের পোস্টার অপসারণ শুরু করেন মেয়র আতিকুল ইসলাম। সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.