261692

বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স জানুয়ারিতে, আয় ১৬৩ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট : প্রবাসীরা জানুয়ারিতে ১৬৩ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এক হাজার ১০৪ কোটি ১৯ লাখ (১১.০৪ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন তারা। যা গত বছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৪৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-জানুয়ারির চেয়ে ২০১৯-২০ অর্থবছরের জুলাই-জানুয়ারিতে প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার বেশি এসেছে।

কেন্দীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত বছরের শেষ মাস ডিসেম্বরে ১৬৮ কোটি ৭০ লাখ রেমিট্যান্স এসেছে। যা ছিল এক মাসের হিসাবে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এখন পর্যন্ত এক মাসে (২০১৯ সালের মে মাসে) সর্বোচ্চ ১৭৪ কোটি ৮২ লাখ ডলার এসেছে বাংলাদেশে।

গত অর্থবছরের এই সাত মাসে ৯০৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.