261967

চীনের করোনাভাইরাসে দায়িত্ব অবহেলায় পদ হারালো ঊর্ধ্বতন কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট : চীনে করোনাভাইরাসে অন্তত এক হাজার ১৬ জনের মৃত্যুর পর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদচ্যুত করেছে সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যারা পদচ্যুত হয়েছেন, তাদের মধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান এবং ওই কমিশনে নিয়োজিত কমিউনিস্ট পার্টির সম্পাদকও রয়েছেন। এ পর্যন্ত পদচ্যুতদের মধ্যে তারাই সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা।

সরকারি সাহায্য দেয়ার ক্ষেত্রে অবহেলার দায়ে হুবেই রেড ক্রসের উপ-পরিচালককেও সরিয়ে দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাদুর্ভাব চলা অবস্থায় হুবেই ও অন্যান্য প্রদেশের কয়েকশ ব্যক্তিকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, অনেককে সতর্ক করা হয়েছে এবং কারো কারো বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি যে, দায়িত্ব থেকে সরানো হলেও ওই ব্যক্তিরা একেবারে চাকরি হারিয়েছেন, নাকি পদাবনতি ঘটেছে। এসব পদক্ষেপকে তিরস্কার হিসেবে বিবেচনা করা হয়। তবে পদ হারানোর পাশাপাশি কর্মকর্তারা শাস্তির মুখেও পড়তে পারেন।

এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে উহানের পরিসংখ্যান ব্যুরোর উপ-প্রধানকে সরিয়ে দেওয়া হয়। মাস্ক বিতরণে প্রাসঙ্গিক বিধি লঙ্ঘন করায় তাকে দলীয়ভাবে সতর্ক করে গুরুতর প্রশাসনিক ডিমেরিট দেওয়া হয়।

এছাড়া অন্যান্য স্থানেরও কর্মকর্তাদের পদ থেকে সরানো হয়েছে। সম্প্রতি করোনাভাইরাস সংকট সামাল দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে চীনের কর্তৃপক্ষগুলো। যে চিকিৎস শুরুর দিকে এই প্রাদুভার্বের বিষয়ে সতর্ক করেছিলেন, কর্তৃপক্ষ সেটি আমলে না নিয়ে তাকে দমন করায় চীনজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩ জেনে ঠেকেছে। জানা গেছে, কেবল চীনেই মঙ্গলবার সকাল পর্যন্ত ৪২ হাজার সাতশ ৫৯ জন আক্রান্ত হয়েছেন। তবে, আশার খবর এই যে, এখন পর্যন্ত ৩ হাজার ৩৪৪ জন করোনাভাইরাসের কবলে পড়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পাঠকের মতামত

Comments are closed.