262078

চীন ফেরত বাংলাদেশিরা বাড়ি ফিরবেন আজ

ডেস্ক রিপোর্ট : চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত ১ ফেব্রুয়ারি দেশে ফিরেন ৩১২ বাংলাদেশি। করোনাভাইরাসের বিশেষ সতর্কতা হিসেবে পর্যবেক্ষণের জন্য তাদের কোয়ারেন্টাইনে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে। ১৪ দিন পর্যবেক্ষণ শেষে কোয়ারেন্টাইনে থাকা সবাই আজ শনিবার বাড়ি ফিরবেন।
জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. সাবরিনা মীরজাদী ফ্লোরা ডেইলি বাংলাদেশকে জানান, তাদের সবাইকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করে বিকেলের মধ্যে ছেড়ে দেয়া হবে। কোয়ারেন্টাইনে যারা আছেন তারা কেউই রোগী নয়। তাদের পরিচয় প্রকাশ করে সামাজিক নিরাপত্তা হুমকিতে না ফেলার অনুরোধও জানান ডা. ফ্লোরা।

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দর দিয়ে দেশে প্রবেশ করা ১৩ হাজার ৫৪২ ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেছে আইইডিসিআর এবং তাদের মধ্যে কেউ কোভিড-১৯ ভাইরাস ওরফে করোনাভাইরাসে সংক্রমিত হননি। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.