262149

পশ্চিম আফ্রিকার ক্যামেরুনে ১৪ শিশুসহ ২২ জনকে পুড়িয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট : পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এনতুম্বো গ্রামে অন্তত ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ১৪ শিশু ও একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন বলে জানা গেছে।

রোববার জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবারের এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এক বিবৃতিতে দেশটির এক বিরোধী দল ‘মুভমেন্ট ফর রিবার্থ অফ ক্যামেরুন’ হামলার জন্য “স্বৈরাচারী শাসন ব্যবস্থা” এবং ক্যামেরুনের সুরক্ষা বাহিনীর প্রধানকে দায়ী করেছে। তবে বার্তা সংস্থা এএফপি’র সাক্ষাৎকারে এক সেনা কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে ক্যামেরুনের ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ২০১৭ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা আম্বাজোনিয়া নামের এক নতুন স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করায় এই লড়াইয়ের শুরু হয়। ক্যামেরুন সরকার ওই বিচ্ছিন্নতাবাদীদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে।

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারের এ দ্বন্দ্বে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন আরো ৭০ হাজার মানুষ। তবে সম্প্রতি পুড়িয়ে হত্যার ঘটনায় দেশটির সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.