262153

বিয়ের গাউন পরা অবস্থায় হোটেলে ঘুরে বেড়ায় কনের আত্মা!

ডেস্ক রিপোর্ট : আমেরিকান আর্কিটেক্ট ব্রুস প্রিন্সের নকশায় ১৮৮৭-১৮৮৮ সালে নির্মিত হয়েছিল বিলাশবহুল হোটেল ‘ব্যানফ স্প্রিং’। কানাডার এই হোটেলটিকে বলা হয় ‘ভুতুরে হোটেল’।

এটিকে ঘিরে রয়েছে একাধিক রহস্যময় গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ৮৭৩ নম্বর রুমে ছিল একটি পরিবার। একদিন তারা সবাই খুন হন। কিভাবে খুন হন তা জানা যায়নি।

সেই ঘটনার পর থেকে শুরু হয় সব ভুতুড়ে কাণ্ড। রাতে আসবাবপত্র টানাটানির শব্দ, ছোট বাচ্চার কান্না, স্বামী-স্ত্রীর ঝগড়া এমন অনেক কিছুই ঘটতে থাকে।

হোটেল কর্তৃপক্ষ কোনো সুরাহা করতে না পেরে শেষ পর্যন্ত ওই রুমের কপাট আটকে দেয়। কক্ষটির জানালাগুলোও ঢেকে দেয়া হেয়। কিন্তু তাতেও সমাধান হয়নি।

কথিত আছে, হোটেলটিতে বিয়ের সময় এক দুর্ঘটনায় একজন কনের মৃত্যু হয়। কনে বিয়ের সাদা গাউন পরা অবস্থায় তার স্বামীর আগমন পথের সিঁড়িতে মোমবাতি জ্বালাচ্ছিল। গাউনে হঠাৎ মোমের আগুন লেগে যায়। একপর্যায়ে মেয়েটি পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাতে মারা যায়। তারপর থেকে বিয়ের গাউন পরা অবস্থায় তার আত্মাকে ঘুরে বেড়াতে দেখা যায় হোটেলের বিভিন্ন স্থানে। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.