262302

বাংলা ভাষা চর্চায় বিদেশিরা, শিখছেন রাজধানীর লার্ন স্কুলে

ডেস্ক রিপোর্ট : বাংলা ভাষা চর্চায় বিদেশিদের আগ্রহ কম নয়। এ তথ্য জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ সিকদার। তিনি জানান, রাজধানীর বনানীতেও এদেশে থাকা বিদেশিরা বাংলা শিখছেন।

সৌরভ সিকদার বলেন, ‘লন্ডন বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যবিদ্যা ও ভাষাচর্চা বিভাগের অধীনে বাংলার চর্চা চলছে। জেডি এন্ডারসন, টি ডব্লিউ ক্লার্ক (কেমব্রিজ), জন বোল্টন, উইলিয়াম রাদিচে, হানা রুথ টমসন বড়ো ভুমিকা রাখছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অদিতি লাহিড়ি বাংলা রূপতত্ত্ব ও ধ্বনিতত্ত্ব নিয়ে গবেষণা করছেন ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ইথাকা, শিকাগো, মিনেসোটা, ফ্লোরিডা, মেরিল্যান্ড, ক্যালিফোর্নিয়া, ভার্জিনিয়া, উইসকনসিন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও বাংলাভাষা পড়ানো হয়।

এদিকে রোমানিয়ার নাগরিক অক্টেভিয়ান রিটিগান দেড়বছর থেকে বাংলাদেশে এসে বাংলা শিখছেন।তিনি বলেন, ‘এই ভাষা আমার এতো ভালো লেগেছে যে নিয়মিত প্রার্থনায় আমি বাংলায় অনুবাদ করা বাইবেল পড়ি।’

গত নয় বছরে রিটিগানের মত আরও প্রায় ৬০০ বিদেশি শিক্ষার্থী ‘লার্ন বাংলা’ থেকে বাংলা শিখেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ অবস্থানরত বিদেশি ও অনাবাসীদের বাংলায় দক্ষতা বাড়ানোর জন্য প্রাথমিক কোর্সগুলো করিয়ে থাকে।

প্রতিষ্ঠানের পরিচালক দিল আরা লিনা জানান, যেভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে তাতে প্রাথমিক স্তর তিন মাসের, মাধ্যমিক স্তর ছয় মাসের ও উচ্চতর স্তর শেষ করতে আট মাস সময় লাগে।

পাঠকের মতামত

Comments are closed.