262404

হজে যেতে কোন প্যাকেজে কত টাকা লাগবে? জেনেনিন

ডেস্ক রিপোর্ট : ‘হজ প্যাকেজ ২০২০’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া অনুযায়ী মোট চারটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ১ এ সর্বমোট ৪ লাখ ২৫ হাজার টাকা খরচ ধরা হয়েছে। যা গত বছরের তুলনায় সাড়ে ৬ হাজার টাকা বেশি।

আনোয়ারুল ইসলাম বলেন, প্যাকেজ ২ এ মোট খরচ ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা। যা গত বছরের তুলনায় ১৬ হাজার টাকা বেশি।

এছাড়া প্যাকেজ ৩ এ সর্বমোট ৩ লাখ ১৫ হাজার টাকা খরচ ধরা হয়েছে জানিয়ে সচিব বলেজ, এ বছরই প্যাকেজটি প্রথমবারের মতো করা হয়েছে।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩ লাখ ৫৮ আজার টাকার প্যাকেজ প্রস্তাব করা হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, এছাড়া এজেন্সিগুলো সরকারি প্যাকেজগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.