262685

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করায় শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি!

ডেস্ক রিপোর্ট : দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যায়নরত শিক্ষার্থী স্বাতী খান্না সম্প্রতি ফেসবুকে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সরব ছিলেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ঐ ছাত্রীকে পতিতা আখ্যা দেয়ার পর ধর্ষণের হুমকি দিয়েছেন এক শেফ। গালফ নিউজ, দ্যা উইক

ত্রিলোক সিং নামে ৩৮ বয়সী ওই ভারতীয় শেফ দুবাইয়ের একটি রেস্তোরাতে কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় এবং ধর্ষণের হুমকি দেয়ায় দুবাইয়ের গ্র্যান্ড বারবিকিউ রেস্তোরা কর্তৃপক্ষ তাদের হেড শেফ ত্রিলোক সিংকে চাকরি থেকে বরখাস্ত করে।

তবে দিল্লির অনলাইন এক্টিভিস্টদের দাবি, শুধু চাকরি থেকে বহিষ্কারই নয় বরং ধর্ষণের হুমকিদাতা ত্রিলোককে আইনের আওতায় আনতে হবে।

দিল্লির আইনের ছাত্রী স্বাতী খান্নাকে ধর্ষণের হুমকি দেয়া পোস্টটি ফেসবুকে ভাইরাল হবার পর ব্যাপক সমালোচনার মুখে নিজের ফেসবুক প্রোফাইলটি ডিলিট করে দেন ত্রিলোক সিং।

ত্রিলোকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, জেল অথবা ৫০ হাজার থেকে ৩০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডই হতে পারে।

এর আগে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসবাদী হামলায় সমর্থন জানানোয় দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ থেকে চাকুরিচ্যুত হয়েছিলেন এক ভারতীয় কর্মী। ২০১৮ সালে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে খুনের হুমকি দিয়ে বরখাস্ত হয়েছিলেন দুবাইয়ের তেল কারখানায় কর্মরত অপর এক ভারতীয়।

পাঠকের মতামত

Comments are closed.