262715

এবার মোবাইল ফোন চার্জ হবে কাঁঠালের শক্তিতে!!

ডেস্ক রিপোর্ট  :  ফোনে চার্জ হওয়া নিয়ে কত যে বিড়ম্বনা। হয়তো চার্জ হয় না কিংবা চার্জ বেশিক্ষণ থাকে না–এমন সমস্যা তো আছেই। পাশাপাশি কোথাও বেড়াতে যাওয়ার সময় মনের ভুলে চার্জার বাড়িতে ফেলে যাওয়ার সমস্যা তো আছেই। কেমন হয় যদি আপনার ফোন চার্জ হয় কাঁঠাল বা ডুরিয়ানের মত সুস্বাধু ফল দিয়ে! অভাক হচ্ছেন? না আপনার জন্য এমনই এক সুসংবাদ নিয়ে এসেছে অষ্ট্রলিয়ার একদল বিজ্ঞানী।

 

অষ্ট্রলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী তাদের নতুন এক গবেষণায় উঠে এসেছে এ আবিস্কার। সবকিছু ঠিকঠাক থাকলে কাঁঠাল, ডুরিয়ান বা এ জাতীয় উদ্ভিদ দিয়ে লেপটপ, টেব, মোবাইল ফোনসহ যাবতীয় ইলেক্ট্রনিক্স ডিভাইস চার্জ দেওয়া সম্ভব হবে।

পাঠকের মতামত

Comments are closed.