262759

কাজকে গুরুত্ব দেয়া আমি আমার পরিবার থেকে শিখেছি: সারা আলী

ডেস্ক রিপোর্ট : নিজেকে কোনো দিনই তারকার মতো মনে হয়নি। সমপ্রতি এক সাক্ষাৎকারে এই মন্তব্যই করেছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। নিজের শৈশবের অন্যরকম অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি। তারকাখচিত পরিবারের মেয়ে সারা। ছোট বেলা থেকেই মা ও বাবাকে অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকতে দেখেছেন। কিন্তু কোনোদিনই গ্ল্যামার ওয়ার্ল্ডের স্টারডাম কী তা বুঝে উঠতে পারেননি তিনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেন, আমার বাবা-মা দু’জনই অভিনয়শিল্পী। কিন্তু আমার মনে হয় না যে আমি তারকাদের পরিবারে বড় হয়েছি।

আমার বাবা যেমন সব সময়ে পড়াশোনার বিষয় খুব গুরুত্ব দিয়েছেন। আর মা সব সময়ে বলেছেন, মাথা সব সময়ে নীচু রাখবে, কথা বলবে তোমার কাজ। এই জন্যই কোনোদিনই বলিউডের তারকার সন্তান বলে নিজেকে মনে করতে পারেননি তিনি। সাইফ আলী খান ও অমৃতা সিং-এর মেয়ে সারা আরো বলছেন, আমি বলিউডের কাছাকাছি ছিলাম না। আমার মনেই হয় না যে আমি তারকা পরিবারের মানুষ। আমি নিজেকেও তারকা হিসেবে দেখি না। আমি ছোটবেলায় খুব দুষ্টু ছাত্রী ছিলাম। সবার সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতাম। একবার মনে আছে স্কুলে ফ্যানের ব্লেডে আঠা ফেলে দিয়েছিলাম। তার পরে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গেই সেই আঠা সবার গায়ে পড়েছিল। আমাকে প্রায় সাসপেন্ড করে দেয়া হচ্ছিল এই কাণ্ড ঘটানোর জন্য।

আমার প্রিন্সিপাল জিজ্ঞাসা করেছিলেন আমি কেন এটা করেছি। কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না। সারা আরো বলেন, আমার শৈশব স্বাভাবিকভাবেই কেটেছে। একটি বিষয় আমি পরিবার থেকে শিখেছি। সেটা হচ্ছে কাজকে গুরুত্ব দেয়া। তাই কাজের জন্য সব করতে পারি আমি। কারণ আমি নিজেকে পেশাগত অভিনেত্রী মনে করি। তার জন্য যা যা করার সব করবো সামনে।

পাঠকের মতামত

Comments are closed.