262769

‘নেতানিয়াহু ও এরদোয়ান দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই’

ডেস্ক রিপোর্ট : জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফরি বলেছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে কোনওমতেই তুরস্ককে ভাগ করার সুযোগ দেবে না দামেস্ক সরকার।

তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি যে, আলেক্সান্দ্রোয় যা ঘটেছে ইদলিবে তার পুনরাবৃত্তি ঘটানোর জন্য সিরিয়ার নেতারা এবং জনগণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বা অন্য কাউকে সুযোগ দেবে না।

আরবি ভাষার সংবাদমাধ্যম আল-নাশরাহকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাশার আল-জাফরি এসব কথা বলেন।

১৯৩৯ সালে তুরস্ক ঐতিহাসিকভাবে সিরিয়ার ভূখণ্ড আলেক্সান্দ্রোকে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে যার নাম দেয়া হয় হাতেই প্রদেশ। হাতেই প্রদেশটি সিরিয়ার লাতাকিয়া শহরের উত্তর অবস্থিত।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ায় কূটনীতিক আরো বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কোনো পার্থক্য নেই; তারা দুজনই অন্যের ভূখণ্ড দখল করেছে এবং আগ্রাসন চালাচ্ছে।

বাশার জাফারি বলেন, সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন এবং সিরিয়ার পুরো ভূখণ্ড উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। যদি এরদোয়ান জ্ঞানী ব্যক্তিদের কথা শুনে থাকেন তাহলে তার সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অবসান ঘটাতে হবে। একইসঙ্গে সিরিয়ার ভেতরে ধ্বংসাত্মক কার্যকলাপ এবং দু’দেশের মধ্যকার রক্তপাত এবং দখলদারিত্ব বন্ধ করতে হবে। সূত্র: পার্সটুডে

পাঠকের মতামত

Comments are closed.