262863

করোনা আক্রান্তদের সঙ্গে হাতে হাত মেলালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দলের দুই আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করে যাওয়ার পরই তারা কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিয়েছেন। এর ফলে ট্রাম্পের শরীরে ওই ভাইরাস সংক্রমিত হয়েছে কি না তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, কনজারভেটিভ পলিটিক্যাল একশন কনফারেন্সে এক রোগীর সংস্পর্শে আসার পর স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ডগ কলিন্স এবং ম্যাট গেইটস।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ডগ কলিন্স। সে সময় তারা হাতও মেলান। এছাড়া ম্যাট গেইটস গত সোমবার ট্রাম্পের সঙ্গে সফর করেছেন।

তবে সোমবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষা করা হয়নি। কারণ তার সংস্পর্শে আসা বা হাত মেলানো কারো মধ্যেই করোনা সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, ট্রাম্পের শরীর ভালো আছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.