262857

করোনা আতঙ্কে মাস্কের দাম নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে জেলা প্রশাসন

ডেস্ক রিপোর্ট : দেশে করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়ায় বেড়েছে মাস্কের চাহিদা। এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ীরা কয়েকগুণ বেশি দামে বিক্রি মাস্ক করছেন। বগুড়ায় মাস্কের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে শহরের কাঠালতলা সহ কয়েকটি স্থানে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার ও রোমানা রিয়াজ। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তারা জানান, ভোক্তা অধিকার আইনে বিসমিল্লাহ টুপি ঘর ও রিগ্যান গার্মেন্টসে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুধু মাস্ক নয়, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজারসহ অন্যান্য জীবানুরোধী সামগ্রীর দাম নিয়ন্ত্রণে এ অভিযান চলবে।

পাঠকের মতামত

Comments are closed.