263112

অনির্দিষ্টকালের জন্য দেশের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিটি পর্যটন কেন্দ্র থেকে মাইকিং করে ফেরত আসার আহবান জানাচ্ছেন টুরিস্ট পুলিশের সদস্যরা। বৃস্পতিবারের মধ্যে সবাইকে হোটেল ছাড়ার নির্দেশনা দিচ্ছে জেলা প্রশাসন। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, হোটেল বুকিং না নেয়ার অনুরোধ করা হয়েছে। চ্যানেল২৪

করোনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে, সতর্কতা অবলম্বন করতে বলেছেন প্রশাসনের কর্মকর্তারা। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। কিন্তু, ঘরে না থেকে এ সুযোগে অনেক পরিবারই দেশের বিভিন্ন স্থানে বেড়াতে যাচ্ছে। ফলে পর্যটন স্পটগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সময় টিভি

পাঠকের মতামত

Comments are closed.