263142

করোনার উৎপত্তিস্থলে কোন নতুন রোগীর সন্ধান মেলেনি

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে নতুন করে আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি। বৃহস্পতিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

এদিকে চীনের রাজধানী বেইজিংয়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে বুধবার আরো ২৩ জন রোগী শনাক্ত করা হয়েছে। নতুন করে আক্রান্তরা ব্রিটেন এবং স্পেন থেকে ভ্রমণ করে এসেছেন বলে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এদিকে বিদেশ ভ্রমণকারীদের মধ্যে করোনা ভাইরাসের রোগী পাওয়া যায় চীনে ভাইরাসটির পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা । এ নিয়ে চীনের একটি পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে একটি স্ফুলিঙ্গ বৃহৎ আগুনের সৃষ্টি করতে পারে।

এদিকে চীনের গুয়াংজো প্রদেশে নতুন করে আরো নয়জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া চীনের সাংহাইতেও নতুন করে আরো দুজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৮০,৯২৮ জন। এই ভাইরাসে চীনে মারা গেছেন ৩২৪৫ জন। এদের মধ্যে চীনের হুবেই প্রদেশে নতুন করে মারা গেছেন আটজন। সূত্র : ইত্তেফাক

পাঠকের মতামত

Comments are closed.