263118

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং করবে না শিল্পীরা

ডেস্ক রিপোর্ট : করোনার কারণে বিনোদন অঙ্গনের প্রায় সব কিছুই বন্ধ হওয়ার উপক্রম। এর মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করছেন দেশের নাটকের কলাকুশলীরা। এখনো দিব্যি শুটিং চলছে। এ নিয়ে প্রযোজকরা বলছেন, হুট করে শুটিং থামিয়ে দেওয়া সম্ভব নয়। শুটিং বন্ধ হওয়া মানে টিভিতেও পড়বে এর প্রভাব। সে ক্ষেত্রে টেলি-ইন্ডাস্ট্রি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। তবু নিজে ও পরিবারকে নিরাপদ রাখতে শুটিং বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ছোটপর্দার বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী।

চঞ্চল চৌধুরী বলেন, ‘পরিস্থিতি এখন আর স্বাভাবিক নয়। এ অবস্থায় বাসায় থাকাটাই নিরাপদ মনে করছি।’

নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘মঙ্গলবার শুটিংয়ে গিয়েছিলাম। আজ (গতকাল) থেকে সিদ্ধান্ত নিয়েছি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আর শুটিং করব না। সেই সঙ্গে সোশ্যাল গ্যাদারিংও এড়িয়ে চলব।’

একই কথা বলেন জাকিয়া বারী মম, ‘আমিও শুটিংয়ে যাব না বলে ঠিক করেছি।’

শুটিং বন্ধ করে দিয়েছেন সংগীতশিল্পী অভিনেতা তাহসান খান। তিনি বলেন, ‘শুধু শিশুরা যদি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, তা হলেই হবে না। সবাইকে যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কিছু দিন ঘরে থাকতে হবে। আপাতত আগামী ২-৩ সপ্তাহ কোনো কাজ করছি না।’

অতিরিক্ত সুরক্ষা মেনে চলছেন মেহজাবিন চৌধুরী। তার ভাষ্য, ‘সংশ্লিষ্ট সবার উচিত একসঙ্গে বসে একটা সিদ্ধান্তে পৌঁছানো। কারণ করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী ধারণ করেছে। সবাইকে নিরাপদে থাকতে হবে।’ সূত্র : আমাদের সময়

পাঠকের মতামত

Comments are closed.