263194

করোনা আক্রান্ত নতুন ৪ জন, আরো একজনের মৃত্যু (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : কোয়ারান্টাইনে এ ১৪ হাজার জানালেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিভিন্ন পর্ষায়ে ইতিপূর্বে কমিটিতে চিকিৎসক বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সমন্বয়ে। প্রতিদিন ব্রিফিং করে সংবাদ মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানানো হচ্ছে গত দুই মাস হলো।

এসময় তিনি আরো, প্রধানমন্ত্রীকে জানিয়েছি। পৃথিবীর দেশগুলো কে অনুসরণ করছি। শনিবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, দেশে নতুন চারজনসহ মোট ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জন চিকিৎসাধীন এবং ৭ হাজার ৭৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

পাঠকের মতামত

Comments are closed.