263168

তরুণদের সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তরুণদেরও সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসুস। তিনি বলেন, করোনার বিরুদ্ধে তারা ‘অজেয় নয়’।

জেনেভায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেড্রোস গেব্রিয়াসুস বলেন, আজ, তরুণদের জন্য আমার একটি বার্তা আছে; এই ভাইরাসের কারণে আপনাদের কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে, এমনকি আপনাদের মেরেও ফেলতে পারে।

তিনি আরও বলেছেন, এতে আপনি অসুস্থ না হলেও, আপনি কোথায় যাচ্ছেন সে সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে’।

এসময় তিনি বলেন, তাদের (তরুণ) আত্মসংযম বয়স্ক ব্যক্তিদের জীবন বাঁচাতে পারে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৫০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে ১০ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে। সূত্র : ইত্তেফাক

পাঠকের মতামত

Comments are closed.