275416

পাকিস্তানের পর এবার ভারতকেও শাস্তি আইসিসির

কয়েক দিন আগে পাকিস্তানের রাওয়ালপিন্ডির পিচ আইসিসির কাছ থেকে ভালো রেটিং পায়নি।  পাকিস্তানের চেয়ে পিছিয়ে থাকল না ভারতও! শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার গোলাপি বলের টেস্টের ভেন্যু চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচকেও ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।  আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ এ রেটিং দিয়েছেন।  ‘গড়পড়তার চেয়েও খারাপ’ রেটিং পাওয়ার অর্থ, আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার অধীনে বেঙ্গালুরুর এ ভেন্যু একটি ডিমেরিট পয়েন্ট পাচ্ছে।

উইকেট নিয়ে পর্যবেক্ষণমূলক প্রতিবেদনে শ্রীনাথ লিখেছেন, ‘প্রথম দিনেই পিচে অনেক ঘূর্ণি ছিল।  যদিও আমার চোখে সেশন যত গড়িয়েছে, পিচের মান তত ভালো হয়েছে, তবে ব্যাট ও বলের লড়াইয়ে সমতা থাকেনি।’  আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার নতুন সংশোধনী অনুযায়ী, যে ভেন্যুর পিচ ‘গড়পড়তার নিচে’ রেটিং পাবে, সে ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।  পিচ ‘বাজে’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে তিনটি, আর ‘খেলার অযোগ্য’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট পাঁচটি।  একটি রেটিংয়ের কারণে পাওয়া ডিমেরিট পয়েন্ট ঘূর্ণমান ভিত্তিতে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।  আর এ পাঁচ বছরের মধ্যে যদি সব মিলিয়ে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেন্যু, সে ক্ষেত্রে এর পরের ১২ মাস সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।

১২ মার্চ বেঙ্গালুরুতে শুরু টেস্টটির প্রথম দিন থেকেই বোলাররা ছড়ি ঘুরিয়েছেন।  প্রথম দিনেই পড়েছে ১৬ উইকেট, এর ৯টি নিয়েছেন স্পিনাররা।  ভারতকে ২৫২ রানে অলআউট করার পর দিন শেষে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৮৬ রান তুলতে পেরেছে।  তিন দিনেই টেস্টটা শেষ হয়ে গেছে।  ভারত ২৩৮ রানে টেস্টটা জিতে সিরিজও জিতেছে ২-০ ব্যবধানে।  এর আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডির পিচ একইভাবে আইসিসির কাছে ‘গড়পড়তারও নিচে’ রেটিং পেয়েছে।  সেই টেস্ট অবশ্য বেঙ্গালুরুর উল্টো চিত্র দেখেছে! নিষ্প্রাণ পাঁচ দিন শেষে ম্যাড়মেড়ে ড্র হয়েছে টেস্ট, ব্যাটসম্যানদের দাপটের মুখে সেখানে বোলাররা উইকেটের জন্য মাথা কুটে মরেছেন।  সব মিলিয়ে পাঁচ দিনে রান হয়েছে ১১৮৭, উইকেট পড়েছে মাত্র ১৪টি!

 

পাঠকের মতামত

Comments are closed.