275558

অবশেষে রমিজ রাজাকেও সরে যেতে হচ্ছে!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ে দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার বিদায় ঘণ্টা বেজে গেছে।  শনিবার রাতে সংসদে আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি) সম্ভাব্য পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে। 

ইমরান খানের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আসছে বলে জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম। ইমরানের নিয়োগ দেওয়া রমিজ রাজা হয়তো নিজেই পদত্যাগ করতে পারেন।

পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে, রমিজ রাজার বদলে পিসিবির নতুন চেয়ারম্যান হতে পারেন নাজাম শেঠি।  পাকিস্তানের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘনিষ্ঠ তিনি।  পিসিবি চেয়ারম্যানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীই নিয়োগ দেন।

৭৩ বছর বয়সী নাজাম শেঠি আগেও পিসিবির চেয়ারম্যান ছিলেন।  ২০১৮ সালের জুলাইয়ে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ সরকার গঠন করলে নাজাম শেঠিকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। 

ওই সময় চেয়ারম্যান হন এহসান মানি।  মানি চেয়াম্যান হিসেবে তার মেয়াদ পূর্ণ করলে গত বছরের সেপ্টেম্বরে রমিজ রাজাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন ইমরান খান।

সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম।

 

পাঠকের মতামত

Comments are closed.