276214

যে আমলে আল্লাহর দিদার পাওয়া যায়

ইসলাম ডেস্ক: শিরকমুক্ত ইবাদত ও নেক আমল দ্বীনের ভিত্তি। এ আমল দুটির বিনিময়ে ঈমানদার বান্দা মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পেয়ে ধন্য হবেন।

আল্লাহর দিদারের জন্য পবিত্র কুরআনের বিধান অনুসারে প্রয়োজন- ১. নেক আমল। ২. শিরকমুক্ত ইবাদত।

আল্লাহ কুরআনুল কারিমে বলেন- যে তার প্রভুর সাক্ষাৎ কামনা করে, সে যেন নেক আমল করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরিক না করে। (সুরা কাহফ : আয়াত ১১০)

মৃত্যুর পর সেরা প্রাপ্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎপ্রার্থী বান্দার জন্য আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজেই তার সঙ্গে সাক্ষাতের জন্য এ দুটি আমলের কথা বলেছেন।

আল্লাহ ঘোষণা করেন, তোমরা আল্লাহকে ভয় করতে থাক। নিশ্চিতভাবে জেনে রাখ, আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমানদার তাদের সুসংবাদ জানিয়ে দাও। (সুরা বাকারা : আয়াত ২২৩)

আল্লাহ বলেন- হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করতে হবে। এরপর তার সাক্ষাৎ ঘটবে। (সুরা ইনশিকাক : আয়াত ৬)

আল্লাহ আমাদেরকে শিরকমুক্ত নেক আমল করার তাওফিক দান করুন। আমিন। সূত্র: আরটিভি

পাঠকের মতামত

Comments are closed.