276242

নমরুদ ও মশার কাহিনী: আল্লাহকে চ্যালেঞ্জকারী এক স্বেচ্ছাচারী শাসকের গল্প

হযরত ইবরাহীম (আ.) এর সময়ে নমরুদ ছিলেন স্বেচ্ছাচারী এক শাসক। উনি হযরত ইবরাহীম (আ.) কে প্রতিমা ভেঙ্গে ফেলার অপরাধে অগ্নিকুন্ডে নিক্ষেপ করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আল-আমিনের  অসীম কৃপায় হযরত ইবরাহীম (আ.) নিরাপদে অগ্নিকুন্ড থেকে বের হয়ে আসতে উপযোগী হন। হযরত ইবরাহীম (আ.) নিরাপদে অগ্নিকুন্ড থেকে বের হয়ে আসাতে নমরুদ প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়। সে ইবরাহীম (আ.) কে বলে, ‘তোমার আল্লাহ যদি যথার্থই অস্তিত্ব থাকে, তবে তাকে আমার পাশে ঝগড়া করার জন্য ডেকে আনো। আমি তোমার আল্লাহর বিরুদ্ধে ঝগড়া ঘোষণা করছি।’ আল্লাহর পাশে লড়াই করার জন্য পাপিষ্ঠ নমরুদ এক বিশাল বাহিনী গঠন করলো। এই বাহিনী নিয়ে সে ইবরাহীম (আ.) এর নিকটে গিয়ে আল্লাহকে তার পাশে লড়াই করার জন্য আহবান জানায়। সে আকাশের দিকে কুল নিক্ষেপ করে আর বলতে থাকে, ‘কোথায় তুমি হে ইবরাহীমের আল্লাহ? এসো আমার পাশে ঝগড়া করো।’ আল্লাহ এই পাপিষ্ঠের পাশে মোকাবেলা করার জন্য এক ঝাঁক মশা প্রেরণ করলেন। ক্ষুদ্র এই মশা বাহিনীর আক্রমণে নমরুদের বিশাল বাহিনী ছিন্নভিন্ন হয়ে যায়। নমরুদও এই মশাবাহিনীর আক্রমণে ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায়। কিন্তু ঘটনাক্রমে একটি মশা তার নাক দিয়ে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে অবস্থান নেয়। আল্লাহ রাব্বুল আল-আমিন তার মস্তিষ্কের মধ্যে মশাটিকে জীবিত রাখেন। মস্তিষ্কের ভিতরে অবস্থান নিয়ে মশাটি নমরুদকে সবসময় কামড়াতে থাকে। মস্তিষ্কে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে নমরুদ আপন মাথায় নিজেই আঘাত করতে থাকে। কিন্তু যতই সে আঘাত করুক, মশা ততই তাকে কামড়াতে থাকে। নিজেকে নিজে আঘাত করতে করতে নমরুদ দুর্বল হয়ে পড়লো। অতএব সে তার একজন সৈনিককে ডেকে তাকে তার মাথায় আঘাত করতে বললো। কিন্তু মশার কামড় তাতে কোনো ক্রমেই কমে না। শেষে সৈনিকটি নমরুরদের মাথায় মুগুর দিয়ে আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করলো। মশা পরে পুনরায় কামড়ানো আরম্ভ করলে সৈনিকটি নমরুদের মাথায় পুনরায় মুগুর দিয়া আঘাত করলে মশা কিছু সময়ের জন্য কামড়ানো বন্ধ করে। একইভাবে বারবার মশা কামড়ায় এবং নমরুদকে মাথায় মুগুর দিয়া আঘাত করতে হয়। একদিন নমরুদের মাথায় মুগুর দিয়া আঘাত করতে করতে সৈনিকটি নমরুদকে এত প্রচন্ডভাবে আঘাত করলো যে, তাতে নমরুদের মাথা ফেটে যায়। মাথা ফেটে গিয়ে নমরুদ মৃত্যুমুখে পতিত হয়। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আল-আমিনের সাথে লড়াই করার জন্য নমরুদ প্রচন্ড দম্ভ করে চ্যালেঞ্জ করেছিলো। কিন্তু আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টির কাছেই তাকে ইতি পর্যন্ত নির্মমভাবে পরাজিত হতে হলো। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন আমাদের নমরুদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।

পাঠকের মতামত

Comments are closed.