171876

পরিবর্তন করুন বালিশের ওয়াড়, পেয়ে যান স্বাস্থ্যজ্জ্বল ত্বক

স্বাস্থ্যজ্জ্বল ত্বক পাওয়ার জন্য শুধুমাত্র নামি দামি প্রসাধনী সামগ্রির ব্যবহারই যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যজ্জ্বল ত্বক পেতে গেলে মানতে হবে আরও কিছু শর্ত:

– স্বাস্থ্যজ্জ্বল ত্বকের প্রথম শর্তই হল ত্ব ময়শ্চারাইজ রাখা। ময়শ্চারাইজারে থাকা গ্লিসারিন, প্রোপাইলেন গ্লাইকলের মত উপকরন ত্বক আদ্র ও নমনিয় রাখতে সাহায্য করে।
– চোখের সৌন্দর্য ধরে রাখতে, ডার্ক সার্কেল, বলিরেখা মুক্ত রাখতে, নিয়মিত ভাবে বিশেষ করে রাতে ব্যবহার করুন আই ক্রিম।
– বিভিন্ন প্রসাধনী সামগ্রিতে থাকা রেটিনয়েডস ত্বকের কোলাজেন বৃদ্ধি করে; বলিরেখা, ফাইনলাইনস প্রতিরোধ করে।
-সুতির বালিশের ওয়াড়ের পরিবর্তে ব্যবহার করুন সিল্কের তৈরি বালিশের ওয়াড়।

পাঠকের মতামত

Comments are closed.