171872

যক্ষা সচেতনতা প্রসারের অবদানে অমিতাভ বচ্চনকে সম্মান জানাল মার্কিন দূতাবাস

এবার যক্ষা মোকাবিলার সচেতনতার প্রসারে অবদানের জন্য বলিউড তারকা অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান দিল মার্কিন দূতাবাস। গত ৯ জানুয়ারি ভারতে থাকা মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা বিগ বির হাতে এই অবদানের স্বীকৃতি তুলে দেন। প্রসঙ্গত, অমিতাভ নিজে যক্ষায় আক্রান্ত হয়েছিলেন। তিনি যক্ষা সংক্রান্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডরও।

পুরস্কার গ্রহণ করে যক্ষা সংক্রান্ত বিষয়ে সচেতনতা ছড়ানোয় দুই দেশের সহযোগিতার বিষয়েও আলোচনা করেন রিচার্ড বর্মা এবং অমিতাভ। এরপর অমিতাভ বলেন, ২০১৫ সালে পদ্ম বিভুষণ পাওয়ার সময় ভার্মার সঙ্গে তাঁর পরিচয়। এক সপ্তাহ পরেই মার্কিন দূত তাঁকে ভারতে যক্ষা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বিষয়ে অংগ্রহণে আর্জি জানান। বিগ বি সেই প্রস্তাব গ্রহণ করেন।

অমিতাভ বলেন, এটা খুবই দুঃখের বিষয় যে বিশ্বে ভারতেই সবচেয়ে বেশি মানুষ যক্ষার শিকার।

অমিতাভ স্মৃতিচারণা করে বলেন, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ চলার সময় তিনি মেরুদণ্ডে ব্যথা অনুভব করতেন। দিনে ৮-৯ টি পেনকিলার খেতে হত। এরপর তাঁর যক্ষা ধরা পড়ে। তবে সঠিক সময়ে এই রোগ ধরা পড়লে তা সহজেই নিরাময় করা যায়।

পাঠকের মতামত

Comments are closed.