172011

কেরালার রক্তবৃষ্টি

দক্ষিন ভারতের কেরালা, ২০০১ সালের ২৫ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এক বিরল ঘটনার সাক্ষী হয়ে ছিল। এই সময়ে কেরালার মানুষ লাল রঙের বৃষ্টি প্রত্যক্ষ করেছিলেন, দেখে মনে হচ্ছিল যে, কেউ যেন আকাশের পেট চিরে দিয়েছে! যা পরবর্তিকালে কেরালার ‘রেড রেইন’ নামে পরিচিত হয়। হঠাৎ করে ঘটে যাওয়া এই ঘটনায় বহু মানুষ বয় পেয়ে যান। যদিও এর আগেও মাঝে সাঝে এই লাল বৃষ্টি দেখা গেছে।

১৯৮৬ সালে প্রথম এই বৃষ্টি ঝরে। কিন্তু তা খুবই অল্প ছিল। বহু মানুষের জামা কাপড়ে সেই লা্ল বৃষ্টির দাগ ছাপ পড়েছিল। আপাতদৃষ্টিতে এই লাল বৃষ্টির কারন হিসাবে উল্কা বিস্ফোরনকে দায়ী করা হলেও পরবর্তিকালে দেখা গেছে, এর আসল কারন হল জলজ উদ্ভিদ ও প্রচুর পরিমানে শৈবালের পচে যাওয়া থেকে উৎপন্ন গ্যাস বায়ুতে মিশে এই লাল রঙ ধারন করে এবং মেঘের সঙ্গে মিশে তা বৃষ্টি রূপে ঝরে পড়েছে।

পাঠকের মতামত

Comments are closed.