172014

১৬ লক্ষ টাকার জুতো আবিষ্কার!

শুধু মহিলারাই নন। পিছিয়ে নেই পুরুষরাও। পুরুষদেরও জামা কাপড় এবং এক্সেসারিজের উপর যথেষ্ট মোহ আছে। আর তা যদি হয় জুতো তাহলে মহিলাদের তুলনায় পুরুষরাই কয়েক কদম এগিয়ে। অফিসে একজোড়া নতুন ব্র্যান্ডেড জুতো আপনার কদর কয়েক গুণ বাড়িয়ে দেয় সহকর্মীদের কাছে। আর সেই জুতো জোড়া যদি কারুর প্রশংসা পায় তাহলে আপনার আহ্লাদে আটখানা হওয়া ঠেকায় কে! এরসঙ্গে যদি জুড়ে দেন জুতোটির নামি ব্র্যান্ড এবং ভারি দাম তাহলে আপনার ৪২ ইঞ্চি ছাতি ৫২ তে পৌঁছতে একটুও সময় নেবে না।

এতদিন পর্যন্ত সবথেকে দামি জুতোর দাম ছিল ভারতীয় মুদ্রায় ১৩ লক্ষ টাকা। নাইকি নিয়ে এল তার নতুন কালেকশন যার নাম “নাইকি ম্যাগ’। ভারতীয় মুদ্রায় যার দাম ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা। এই টাকায় আপনি কি না করতে পারেন। দুটি আইফোন ৭ কিনতে পারেন। ৩ টি ওয়াগন আরএস কিনতে পারেন। তাহলে এত দাম দিয়ে জুতোটি কেন কিনতে যাবেন? কি আছে জুতোটিতে? এই জুতোটিতে পা গলানোর পর তা আপনার পায়ের মাপ অনুযায়ী নিজের থেকেই পায়ের সঙ্গে আটকে যায়। আলাদা করে আপনাকে জুতোটি বাঁধতে হয় না। এখন আপনিই ঠিক করুন ১৬ লক্ষ টাকা দিয়ে এই “স্ব-বন্ধন” বৈশিষ্ট্য যুক্ত জুতোটি কিনবেন? নাকি নিজেই নিজের জুতোর ফিতেটি বেধে নেবেন? আর যদি কিনতে চান তাহলে এখনই কিনে নিন। কারন নাইকির তরফ থেকে জানানো হয়েছে এই জুতো তারা মাত্র ৮৯ জোড়াই তৈরি করেছে।

পাঠকের মতামত

Comments are closed.