172384

মাত্র ৭ বছর বয়সেই গিনিস বুকে নাম তুলেছে ভারতীয় বংশদ্ভুত এই বিষ্ময় বালক

নয়াদিল্লির তিলুক কেইসম মাত্র ৭ বছর বয়সেই নাম তুলে ফেলেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক রেকর্ডে। লিম্বোস্কেটিংয়ে অভাবনীয় প্রতিভা এই ক্ষুদে চ্যাম্পিয়নকে সাফল্যের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। লিম্বোস্কেটিং হল, সমান্তরাল মেঝেতে থাকা বাধা কাটিয়ে স্কেটিং করা। মাত্র ৩১.৮৭ সেকেন্ডে ১৬০ মিটার অতিক্রম করে ওয়ার্ল্ড রেকর্ড এবং ৫০ মিটার ইউটার্ন স্কেটিংয়ে চ্যাম্পিয়ন হয়ে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলে ফেলেছে সে।

মাত্র ৪ বছর বয়েসে ৩ মাসের অনুশিলন করেই ব্রোঞ্জ মেডেল জিতেছিল কেইসম। প্রতিদিন দীর্ঘ ৪ ঘন্টার অনুশিলনই তার লক্ষ্য পুরণে সাহায্য করেছে। এই ক্ষুদের লক্ষ্য হল লিম্বোস্কেটিংয়ে ভারতকে আন্তর্জাতিক স্তরে চ্যাম্পিয়ন করা।

পাঠকের মতামত

Comments are closed.