172387

স্যান্ডেল ও চপ্পলের পার্থক্য বাতলে দিল সুপ্রিমকোর্ট

চলতি সপ্তাহের শুরুতে দিল্লি হাইকোর্ট বাতলে দিল কোন জুতোকে স্যান্ডেল বলা যায় আর কোন জুতোকে বলা যায় চপ্পল। এই অদ্ভুত ঘটনার নেপথ্যের কারন হিসাবে দ্য হিন্দু সংবাদপত্রে বলা হয়েছে চেন্নাইয়ে জুতো প্রস্তুতকারক একটি সংস্থা উইশ্যাল ইন্টারন্যাশানাল দাবি করেছে তাদের প্রস্তুতকারক জুতো গুলি স্যান্ডেল। যেটা কাস্টমস ডিউটির ১০% ড্রব্যাক দাবি করে। কিন্তু কেন্দ্রীয় আয়কর দফতরের দাবি তাদের প্রস্তুত কারক জুতো গুলি আসলে চপ্পল যা ৫% ড্রব্যাক পায়। এই সমস্যার মীমাংসা হিসাবে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করলে শীর্ষআদালত রায় দেয় “জুতোর পিছনে স্ট্র্যাপ থাকবে শুধুমাত্র তাকেই স্যান্ডেল বলা যাবে। চপ্পলের পিছনে কোনো স্ট্র্যাপ থাকে না।

পাঠকের মতামত

Comments are closed.