172551

কয়েকটি ঘরোয়া উপায়ে ঠোঁটের কালোভাব দূর করে ফেলুন

গোলাপী ঠোঁট প্রত্যেক মহিলার সৌন্দর্যের একটি উপায়। কিন্তু যে মহলাদের ঠোঁট গোলাপী নয় উল্টে কালো হয় তারা কি ঠোঁট গোলাপী করার জন্য কিছুই করেন না? লিপস্টিক, লিপবাম, ময়শ্চারাইজার আরও অনেক কিছুই লাগায়। কিন্তু ঠোঁটে লাগানো এমন অনেক প্রোটেক্টর যা কিছু সময় পর ঠোঁটের ক্ষতি করতে পারে। বাজারে অনেক উপায় আছে যাতে কালো ঠোঁটকে পিঙ্ক করতে পারে। কিন্তু কিছু ঘরোয়া উপায়ও আছে যেটা আপনাকে আরও সাহায্য করতে পারে। ভালো কথা হল এর ব্যবহারে কোনো সাইড এফেক্ট নেই। সেগুলি কি দেখে নিন-

চিনি
ঠোঁটের ডেড স্কিন সরে গেলেই কালোভাব দূর হয়ে যাবে। চিনিকে মিস্কিতে গুঁড়ো করে নিয়ে তাতে কিছুটা মাখন মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তায় একবার করলেই ঠোঁট কোমল হয় এবং ফাটা ভাব দূর হয়ে যায়।

বেদানা
ঠৌঁটের দেখভালের জন্য বেদানার থেকে কিছুই বড় হতে পারে না। এটা ঠোঁটকে পোষণ দেয়। এবং ময়শ্চারাইজারের কাজ করে। বেদানার কিছু দানা পিসে তাতে একটু দুধ এবঙ গোলাপ জল মেশান এবং এর পেস্ট হাত দিয়ে আলতো করে ঠোঁটে লাগান।

লেবু
লেবুর ব্যবহার বেশীরভাগ কালোভাবকে দূর করে। আপনি এর ব্যবহার ঠোঁটের কালোভাব দূর করার জন্য করতে পারেন। যদি লেবুর কিছু ফোঁটা রস লাগিয়ে শুয়ে পড়েন এবং এক থেকে ২ মাস এটা করতে পারেন তাহলে ঠোঁটের কালোভাব দূর হয়ে যাবে।

গোলাপ
গোলাপে তিনটি বিশেষ ঔষধিয় ব্যাপার থাকে। এটা ঠান্ডা ময়শ্চারাইজারের কাজ করে। গোলাপ ঠোঁটের কালোভাব দূর করে। গোলাপ জলের কিছু ফোঁটা ঠোঁটের কালোভাবে দূর করে ঠোঁটকে গোলাপী করে। গোলাপ জলের কিছু ফোঁটা মধুতে মিশিয়ে ঠোঁটে লাগালে লাভ হয়।

পাঠকের মতামত

Comments are closed.