175246

সৌন্দর্য বাড়ানোর ৭ টিপস

গাজী খায়রুল আলম:
১। গ্লিসারিন, লেবুর রস, গোলাপ পানি মিশিয়ে লোশন বানান। দিনে তিনবার মুখে এবং সারা গায়ের চামড়ায় মাখুন, ত্বক যেমন কোমল হবে, তেমনি বেরিয়ে আসবে নিজস্ব রূপ।
২। টমেটো, গাজর, লেবু, শসার রস ত্বকে ঘষলে টনিকের কাজ করে।
৩। সপ্তাহে একবার বাষ্পস্নানে শরীর পরিচ্ছন্ন রাখুন। লেবুর রস মাখুন, লোমকূপ খুলে যাবে, চেহারায় থাকবে যৌবনের দীপ্তি।
৪। বেথুয়া শাক সেদ্ধ করে সে পানি দিয়ে পা ধুয়ে নিন। এতে চামড়া নরম থাকে।
৫। পাতিলেবুর রস নিংড়ে নেবার পর ছিবড়েটা দাঁতে ঘষুন, দাঁতের হলুদ দাগ উঠে যাবে।
৬। হাতের চামড়া অসময়ে কুঁচকে গেলে সাদা মাখন, বাদামের রস, সাদা মোম সমান মাত্রায় মিশিয়ে ১৫ মিনিট হাতে মালিশ করুন।

৭। অনেকের ধারণা গরম পানিতে গোসল করলে দেহের ক্ষতি হয়, কিন্তু এটা ভুল। সামান্য গরম পানিতে সাবান ও ছোবড়া দিয়ে গা পরিষ্কার করলে চামড়া ভালো থাকে। নিয়মিত না হলেও সপ্তাহে অন্তত ২/৩ দিন এইভাবে করলে লোমকূপ পরিষ্কার থাকে। গায়ের রঙ উজ্জ্বল ও মসৃণ হয়।

পাঠকের মতামত

Comments are closed.