181838

বামুন মডেলদের ফ্যাশন শো

জামাল হোসেন: সুন্দর দুবাইতে বামুন সুন্দরীদের ফ্যাশন শো। ঠিক শুনেছেন ৪ ফুটের নিচে ১৫ জন বামুন সুন্দরীদের নিয়ে এই ফ্যাশন শোটি অনুষ্ঠিত হবে দুবাইতে ২০ মে। এই ফ্যাশন শোটি নিউইয়র্ক, প্যারিস এবং জাপানে প্রথম চালু হয়েছিল ২০১৪ সালে।

রাসেল বেনহামু, শোটির নির্বাহী প্রযোজক, খালিজ টাইম্‌সকে বলেন, “সুন্দরয্য যে কোন ভাবে প্রকাশ হতে পারে”। তিনি আর বলেন, “এই শো মানুষের চিন্তাকে পরিবর্তন করবে। এই ঘটনা মানুষের মধ্যকার ভিতি দূর করবে যে সুন্দরয্য অনেক রকম হতে পারে। মডেলকে লম্বা হতে হবে বলে কথা নেই, সে যে কোন রকম হতে পারে লম্বা, খাটো, কাল বা আকার আকৃতি। শোটির জন্য পেশাদার হতে হবে না।সুন্দরয্য যে কোন রকম হতে পারে”।

শোতে ১৫ জন মডেল অংশ নিবেন। এদের নির্বাচন করা হয়েছে নিউইয়র্ক, প্যারিস এবং দুবাই থেকে।

অনেকেই মনেক করেন, দুবাইকে শান্তি ও ভালোবাসার জায়গা। এখানকার সরকার কোন সর্ত ছাড়া সহযোগিতা করে আসছে সকলকে এবং এই শো বামুনদের অনেক সাহায্য করবে তাদের প্রতিভাকে প্রকাশ করার জন্য।

পৃথিবীর অন্যান্য জাগা থেকে বামুন সুন্দরী ফ্যাশান শো অপছন্দ করলেও সংযুক্ত আরব আমিরাত এটিকে স্বাগত জানিয়েছে।

পাঠকের মতামত

Comments are closed.