182473

‘আল্লাহ্‌ সব জায়গায় আছেন’ কোরআন ও হাদীস কী বলে

জামাল হোসেন: আল্লাহ্‌ সব জায়গায় আছেন কথাটি প্রায় অনেকের মুখে শুনা যায়। কোরআন ও সহহী হাদীস এই সম্পর্কে কি বলে। এই কথাটি যাচাই করতে হলে আমাদেরকে দেখতে হবে কোরআন ও সহহী হাদীস। আসুন দেখা যাক-

পবিত্র কোরআনে আছে- “দয়াময় (আল্লাহ্‌) মহান আরশে সমাসীন হয়েছেন”। (ত্বহাঃ আয়াত-৫)
অন্যত্র আল্লাহ্‌ বলছেন, “তোমরা কি নিশ্চিত যে, আকাশে যিনি রয়েছেন তিনি (আল্লাহ) তোমাদেরকে সহ ভুমিতে ধসেয়ে দেবেন না?” (সূরা মূলক: আয়াত-১৬)

অন্য আয়াতে আছে- “ফেরেশতাগণ ও রূহ আল্লাহ্‌ তালার দিকে ঊর্ধ্বগামী হয়”। (সূরা মায়ারিজ: আয়াত-৪)

আল্লাহ্‌ যে আরশে রয়েছেন এই রকম আয়াত কোরআনে ১৫ টি আছে।

আবার দেখা যাক হাদীস কি বলে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেন, “মহান ও কল্যাণময় আমাদের রব প্রতিরাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর আকাশে অবতরন করে বলতে থাকেন, কে এমন আছ যে আমাকে ডাকতে চাও? (ডাকো) আমি তার ডাকে সাড়া দেব, কে এমন আছ, যে আমাকে নিজের অভাব জানিয়ে তা দূর করার জন্য প্রার্থনা করতে চাও? (প্রার্থনা কর) আমি তাকে প্রদান করব এবং কে এমন আছ, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাও? (ক্ষমা প্রার্থনা কর) আমি তাকে ক্ষমা করে দেব। (বুখারী-১১৪৫, মুস্লিম-৭৫৮)

মুআবিয়া বিন আলহাকাম আসলামী (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সঃ) ক্রিতদাসীনীকে জিজ্ঞাসা করলেন, ‘আল্লাহ্‌ কোথায়?’ সে বলল, ‘আকাশে’। আবার জিজ্ঞাস করলেন, ‘আমি কে?’ সে বলল, ‘আপনি আল্লাহ্‌র রাসূল’। রাসূল (সঃ) বললেন, ‘তাকে মুক্ত করে দাও কেননা সে ইমানদার’। (মুসলিম-৫৩৭)
আল্লাহ্‌ পবিত্র কোরআনের সাত জায়গায় বলেছেন আল্লাহ্‌ আরশের উপর সমাসীন। (আরাফ-৫৪, ইউনুস-৩, রাদ-২, তাহা-৫, ফুরকান-৫৯, সাজদা-৪, হাদীদ-৪) এবং নবী (সঃ) এর সহীহ হাদীস থেকে ও জানা যায় যে আল্লাহ্‌ আরশে সমাসীন। তিনি সর্বত্র বিরাজমান নন।

পাঠকের মতামত

Comments are closed.