182470

অ্যাজমা নিয়ে ভুল ধারণা

নূসরাত জাহান: অ্যাজমা নিয়ে সমাজে অনেক মিথ ভুল ধারণা প্রচলিত রয়েছে। সাধারণত ধারণা করা হয় অ্যাজমা সংক্রামক ব্যধি। বাতাসের মাধ্যমে ছড়ায়। সে ধারণা নাকি ভুল। তেমনটাই বলছেন মুম্বাইয়ের গ্লোবাল হাসপাতালের চিকিৎসক ডা. সামীর নানাওয়ারে। তার মতে, এটা রক্ত সম্পর্কীয় মানুষের থেকে বা জ্বীনগতভাবে এক জন আরেক জনের মধ্যে ছড়ায়। আবার সবারই যে বংশ পরম্পরায় এ রোগ হবে তেমনটাও নয়। এটা আসলে মানুষের দেহে থাকা অ্যালার্জির জ্বীন কতটা শক্তিশালী সেটার ওপরই অ্যাজমায় আক্রান্ত হওয়া নির্ভর করে। আর এর মাত্রা মানুষ ভেদে একেক রকম হয়।

মানুষ মনে করে, আবহাওযার কারণে মানুষ অ্যাজমায় আক্রান্ত হয়। এ রোগ হওয়ার পেছনে কোনোভাবেই আবহাওয়াগত কারণ থেকে অ্যালার্জি বেশি দায়ী।

ডা. নানাওয়ারা বলেন, অ্যাজমা সম্পর্কে মিথ চালু আছে যে, অল্প বয়সে ঠিক মতো চিকিৎসা করলে অ্যাজমা থেকে মুক্তি পাওয়া যায় বলে ধারণা করা হয়। এছাড়া বলা হয় একবার যদি ইনহেলার ব্যবহার শুরু করে তাহলে মানুষ এতে অভ্যস্ত হয়ে যায়। তাদের মনে রাখতে ইনহেলার শুধু একটা ডিভাইস। যার মাধ্যমে ওষুধ ঠিক মতো ফুসফুসে পৌছায়।

তিনি আরো বলেন, প্রচলিত এ মিথগুলো অ্যাজমা রোগীকে আতঙ্কগ্রস্ত করে দেয়। সঠিক চিকিৎসার মাধ্যমেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব। সূত্র: নিউকেরালা।

পাঠকের মতামত

Comments are closed.