182436

বন্ধু সোনিকার মৃত্যুতে বিক্রমকে খোলা চিঠি দেবের গার্লফ্রেন্ড রুক্মিণীর

প্রিয় বিক্রম, আমি আপনাকে চিনি না। কিন্তু আমার বন্ধুর সমাধিস্থলে আপনার নাটকটা চিনতে পেরেছি। তার সমাধিতে আপনি যেতে পারলেন আর তার বাবা মায়ের কাছে একবার গেলেন না, যাঁরা হারিয়েছেন তাঁদের একমাত্র সন্তানকে?

এই ভাষাতেই সোনিকা সিংহ চৌহান মৃত্যু মামলায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে অভিযুক্ত করেছেন মডেল রুক্মিণী মৈত্র। অভিনেতা দেবের বান্ধবী রুক্মিণীর প্রথম ছবি চ্যাম্প শিগগিরই মুক্তি পাচ্ছে। সোনিকা তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন।

চাঁচাছোলা চিঠিতে বিক্রমকে রুক্মিণী লিখেছেন, সোনিকার বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেলে লোকের নজর কাড়া সম্ভব হত না, তাই ওদিকের ধার মাড়াননি আপনি। কারণ আপনি পাঁচজনকে সাক্ষী রেখে তা করতে চাইলেও সোনিকার বাবা মা কখনও রাজি হতেন না তাতে।

সোনিকার সঙ্গে নিজের সম্পর্কের কথা ভেঙে বলেননি রুক্মিণী। শুধু বলেছেন, তা ব্যাখ্যা করা সম্ভব নয়। ২৯ এপ্রিলের সেই সকাল ভেঙে দিয়েছিল তাঁকে। সোনিকার বরফ ঠান্ডা দেহ তাঁকে মনে করিয়ে দিয়েছিল, তখনও কতটা জীবন ছিল তাঁর মধ্যে। কিন্তু তা আপনাকে বলার দরকার নেই বিক্রম। কারণ তাঁরা দুজনে যা শেয়ার করেছেন, তাতে তা ছোট করে ফেলা হবে।

শেষে রুক্মিণী জানিয়েছেন, মানবিক দিক থেকে অফিসিয়ালি তিনি ঘোষণা করছেন, বিক্রম মানসিকভাবে অসুস্থ। সোনিকার কবরের সামনে তাঁর অভিনয় অমানবিকতার নজির ছাড়া কিছু নয়।

শেষে চিঠিতে বিক্রমের দ্রুত আরোগ্য কামনা করে তাঁর কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। জানিয়েছেন, হ্যাপি বার্থডেও। সঙ্গে প্রার্থনা, আগামী জন্মে বিক্রম যেন একটু মানবিক হন!

পাঠকের মতামত

Comments are closed.