182454

স্থুল ছেলে শিশুরা কোলোন ক্যান্সারের ঝুঁকিতে

নূসরাত জাহান: শিশুদের স্বাস্থ্য নিয়ে বিশেজ্ঞরা বারবারই সতর্ক করছেন। শিশুরা যাতে মুটিয়ে না যায় সেজন্য বাবা-মাকেও নানাভাবে পরামর্শ দিয়েছেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। বাবা-মায়ের বাচ্চাদের ঠিকই জাঙ্ক ফুড দিয়ে যাচ্ছেন। এতে বাচ্চাদের শরীরে খারাপ প্রভাব পড়ছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, একই বয়সী ছেলে শিশুদের তুলনায় স্থুল ছেলে শিশুদের কোলোন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

পর্তুগালের ইউরোপিয়ান কংগ্রেস অন ওবেসিটি (ইসিও) ইন পোর্তো পরিচালিত এক গবেষণায় জানা গেছে, প্রাপ্ত বয়স্কদের মতো মুটিয়ে যাওয়া ছেলে শিশুদের কোলোন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি। বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে প্রাপ্ত বয়স্কদের আক্রান্তের মধ্যে কোলোন ক্যান্সারের স্থান চতুর্থ। ব্রিটেনে প্রতি বছর গড়ে ৪১ হাজার মানুষ কোলোন ক্যান্সারের চিকিৎসা করায়। তবে এ ক্যান্সারে শিশুদের আক্রান্ত হওয়ার কোনো পরিসংখ্যাসন পাওয়া যায়নি।

ডেনমার্কের চিকিৎসক ডা. ব্রিট ওয়াং জেনসেন ও তার সহকর্মীরা যৌথভাবে গবেষণাটি করেছে। তারা ড্যানিশ ৬১ হাজার স্কুলের বাচ্চাদের ওপর গবেষণা চালিয়েছেন। তাদের জন্ম ১৯৩৯ সালে থেকে ১৯৫৯ সালের মধ্যে। মূলত এসব বাচ্চাদের হেলথ রেকর্ড দেখেই গবেষণাটি চালিয়েছেন। গবেষণায় দেখা গেছে, যেসব বাচ্চারা ছোট বেলায় মোটা ছিল তাদের বড় হয়ে কোলোন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি ছিল। সূত্র: নিউকেরালা।

পাঠকের মতামত

Comments are closed.