182882

কেয়ারলেস ফ্যাশনেই গরমকে মাত দিন এবার

বয়ফ্রেন্ড জ্যাকেট
ওভারসাইজ্‌ড জ্যাকেট পরতে অনেকেই ভালবাসেন। তবে শরীরের গড়ন ছোটখাটো হলে বেশি বড় জ্যাকেট পরলে হারিয়ে যেতে পারেন। তাই কিম কারদাশিয়ানের মতো একটা ট্যাঙ্ক টপ পরে ডেনিম জ্যাকেট’টা আধখোলা করে পরতে পারেন। সঙ্গে স্লিক জুয়েলারি পরুন।

ব্যাক টু বেসিক
বেসিক টি-শার্ট, নীল ডেনিম বা প্লেন ট্রাউজার্স পরেই আমাদের বেশিরভাগ দিন কাটে।

বোহো অ্যাপিল
বিচ পার্টি মানেই শর্টস আর ফ্রিঞ্জড ট্যাঙ্ক টপ। তবে এর উপরেই লেয়ার করে একটা কিমোনো জ্যাকেট পরতে পারেন। আলিয়া ভট্টের মতোই। স্টাইল কোশেন্ট বাড়ানো ছাড়াও এই লুক’এর বাড়তি সুবিধা— ট্যানিংয়ের হাত থেকে ত্বক অনেকটাই রক্ষা পাবে।

লিট্ল ব্ল্যাক ড্রেস
লিট্‌ল ব্ল্যাক ড্রেসের আবেদন যে চিরকালীন, তা নিয়ে কোনও তর্ক নেই। তবে এই লুক’এও আধখোলা শ্রাগ চলতে পারে। যদি বোল্ড লুক ক্যারি করতে স্বচ্ছন্দ হন, তাহলে জ্যাকলিন ফার্নান্ডেজের মতো নি-হাই বুট্‌স আর একটা আধখোলা শ্রাগ পরে নিন কালো ড্রেসের সঙ্গে। আশপাশের সকলের চেয়ে আপনি আলাদা হয়ে উঠবেন।

রিল্যাক্সড স্টাইল
আলসে দুপুরবেলার আড্ডা বা সারাদিন ধরে নিজের মতো ঘোরার প্ল্যান থাকলে অনেকেই ম্যাক্সি ড্রেস পরতে পছন্দ করেন। ডায়না পেন্টির মতো কনট্রাস্টিং রঙের শ্রাগ বা পাতলা শার্ট আলগোছে পরে নিতে পারেন ম্যাক্সি ড্রেসের সঙ্গে। হিল জুতো বাদ দিয়ে এই সাজের সঙ্গে স্যান্ডেল বেছে নিন। সারাদিন আরাম করে কাটান!

রেড কার্পেট গ্ল্যাম
বডিকন ড্রেসের সঙ্গে অনেকেই একটা জ্যাকেট চাপান লেয়ার করার জন্য। তবে প্রিয়ঙ্কা চোপড়ার মতো সেটা যদি আধখোলা করে নেন, তাহলে আরও গ্ল্যামারাস লাগবে! যে কোনও সান্ধ্য-অনুষ্ঠানে এই সাজটা মানিয়ে যাবে। পি-সি’র মতোই বোল্ড মেকআপ করে পোশাকে নিউট্রাল রং রাখুন।

পাঠকের মতামত

Comments are closed.