182879

পুজোর আগেই বাংলায় চালু হতে পারে ব্রিটিশদের হাতে তৈরি! সেই বিমানবন্দর

কলকাতা, বাগডোগরা, অণ্ডালের পর এবারে বালুরঘাট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দুর্গা পুজোর আগেই বালুরঘাট-কলকাতার মধ্যে আকাশ পথে শুরু হয়ে যাবে বিমান চলাচল। গত বছর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে রাজ্য সরকারের মৌ-স্বাক্ষরও সম্পন্ন হয়েছে। তার পরেই রাজ্য সরকারের পরিবহণ ও পূর্ত দফতরের উদ্যোগে শুরু হয় বালুরঘাটের মাহিনগর এলাকায় অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দরটির সংস্কার ও তার রানওয়ের সম্প্রসারণের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় একমাস আগেই রানওয়ে সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এবারে শুধুই বিমান চলাচলের জন্য এয়ারপোর্ট অথরিটির সবুজ সংকেতের অপেক্ষা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সামরিক প্রয়োজনে ব্রিটিশরা অবিভক্ত দিনাজপুরের বালুরঘাটের এই বিমান বন্দরটি তৈরি করেছিল। পরবর্তীতে ১৯৫০-এর দশকে বালুরঘাট থেকে ‘সুলেখা এয়ার সার্ভিস’ নামে একটি কোম্পানি তাদের বিমান পরিষেবা চালু করেছিল। যদিও ১৯৬৫ সাল নাগাদ সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। এর পরে ১৯৮০-র দশকে বালুরঘাট থেকে কলকাতার মধ্যে ‘বায়ুদূত’-এর বিমান পরিষেবা চালু হলেও কয়েক মাসের মধ্যেই তা ফের বন্ধ হয়ে যায়।
মাহিনগর এলাকায় অবস্থিত প্রায় ৫০ একর আয়তন বিশিষ্ট উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বালুরঘাট বিমানবন্দরটি দীর্ঘ কয়েক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। যার রানওয়ের দৈর্ঘ্য ছিল দুই কিলোমিটার। ফলে বড় কোনও বিমান এখান থেকে না চললেও প্রপেলার চালিত সব ধরনের বিমান এখান থেকে ওঠানামা করত।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, বালুরঘাট বিমানবন্দর থেকে ফের বিমান পরিষেবা চালুর তোড়জোড় শুরু করে রাজ্য সরকার। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে মৌ-স্বাক্ষরের পরেই শুরু হয়ে যায় ২ কিলোমিটার রানওয়েটিকে সম্প্রসারণ করে ৩ কিলোমিটার দীর্ঘ করার কাজ। সেই সঙ্গে পরিকাঠামো উন্নয়নের কাজও।

বুধবার এআইআই, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং রাজ্য সরকারের প্রতিনিধি দল বিমানবন্দর পরিদর্শনের পরে পরিকাঠামোগত আবশ্যিক বেশ কিছু কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন জেলাপ্রশাসনকে। সেগুলির মধ্যে রয়েছে, বিমানবন্দর চত্বরের নিকাশি ব্যবস্থা উন্নত করা, চার পাশের পাঁচিল আরও উঁচু করা এবং বিপর্যয় মোকাবিলার জন্য তিন মিটার চওড়া একটি রাস্তা তৈরি করা। এছাড়াও, যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বিষয়ক আরও কিছু কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাকি কাজগুলি আগামী দুই মাসের মধ্যেই সম্পন্ন করে ফেলা হবে। ফলে পুজোর মরশুমের আগেই বালুরঘাট বিমানবন্দর থেকে বিমান ওঠানামা শুরু হয়ে যাবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসনিক কর্তারা।

তথ্য সহায়তা: এবেলা.ইন |

পাঠকের মতামত

Comments are closed.