183178

মানুষের চেয়ে ফেরেস্তারা কি শ্রেষ্ঠ?

জান্নাতুল ফেরদৌস: অনেকের ধারণা মানুষের চেয়ে ফেরেশতাগণ শ্রেষ্ঠ। এজন্য অনেক সময় কথা প্রসঙ্গে কেউ কেউ বলে থাকে ‘অমুকের চরিত্র ফেরেস্তার মত’। অথবা অমুক ব্যক্তি ফেরেস্তার মত নিস্পাপ’। আসলে কথাটি কোরআন ও সুন্নার মতে কতটা ঠিক। উমুকের চরিত্র ফেরেস্তার মত কিংবা উমুক ব্যক্তি ফেরেস্তার মত নিষ্পাপ উদাহরণ স্বরূপ বলা যায় কিন্তু ফেরেস্তাগণ মানুষের চেয়ে শ্রেষ্ঠ একথা ঠিক নয়। কারণ মানুষকে আল্লাহ্‌ তায়ালা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। যেমন আল্লাহ্‌ তায়ালা বলেন, ‘ আমি অবশ্যই আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি’ (সূরা বনি ইসরাইল: আয়াত-৭০)।

আল্লাহ্‌ তায়ালা আরো বলেন, ‘অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি’ (সূরা তীন: আয়াত- ৪)।

ফেরেস্তাদের নিজস্ব কোন ক্ষমতা নেই। তাদেরকে যে সব দায়িত্ব দেয়া হয়েছে তারা শুধু তাই পালন করে থাকে। এর বাইরে এক চুল পরিমাণও কম বা বেশি তারা করতে পারে না। আল্লাহ্‌ তায়ালা বলেন, ‘আর এর উপর পাষাণ প্রাণ শক্তিমান ফেরেস্তা পাহারায় নিযুক্ত আছে। তারা আল্লাহ্‌র কোন আদেশ অমান্য করে না, তারা তাই করে যা তাদেরকে নির্দেশ দেয়া হয়’ (সূরা আত তাহরীম: আয়াত- ৬)।

বরং মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ স্বরূপ আল্লাহ্‌ তায়ালা ফেরেস্তা এবং আদম (আ:) কে কিছু প্রশ্ন করেছিলেন। এ সকল প্রশ্নের উত্তর ফেরেস্তারা দিতে পারেন নি, কিন্তু আদম (আ:) ঠিকই দিয়েছিলেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ সকল ফেরেস্তা আল্লাহ্‌র আদেশে সেদিন আদম (আ:) কে সম্মানসূচক সেজদা করেছিলেন। এতে বুঝা যায় যে আল্লাহ্‌ চেয়েছেন মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতে।

পাঠকের মতামত

Comments are closed.