183533

রোগা হন কিংবা মোটা! নিশ্চিন্তে পড়তে পারেন এই ধরনের পোশাক

গরম বলে কি ফ্যাশন থেমে থাকবে? কভি নেহি! বরং গরমের ফ্যাশনে চলুক কাট ও প্রিন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা।

ঘন নীল রঙা ওবি ড্রেসের উপরে রয়েছে ওভারলে জ্যাকেট। জামদানি কটনে নিঁখুত সুতোর কাজ একাধারে ক্লাসি ও স্টাইলিশ। আপনি তন্বী হোন কিংবা একটু ভারী, ক্যারি করতে দু’ দলই সমানভাবে স্বচ্ছন্দ হবেন।

কাবানা স্টাইলের বেজ রঙের ড্রেসটি পরে ভীষণই আরাম। কোটা মেটিরিয়ালের ড্রেসে রয়েছে ডাই ও ব্লক প্রিন্ট। যেহেতু গলার কাছে ফ্ল্যাপের মতো রয়েছে, তাই ভারী নেকপিসে তাকে ভারাক্রান্ত করবেন না। যে পোশাকের কাট সুন্দর তাকে আরও বেশি করে হাইলাইট করুন।

আপনার সানি ডে আউটকে স্টাইলিশ বানাতে পোশাকের ভূমিকা মুখ্য। সাদা টুইল ডেনিমের এয়ারি ড্রেসের উপর অ্যাসিমেট্রিকাল কটন লং জ্যাকেট, ফ্রন্ট ওপেন স্টাইল। পোশাকের সিম্পলিসিটির কারণে অক্সিডাইসড চোকার ও ব্যাঙ্গল, সাজ ব্যালেন্স করেছে।

সবুজ স্ট্রাইপের ফুলিয়া সিল্কের স্কার্টের সঙ্গে সাদা মলমলের শার্ট, তাতে ছোট ছোট ব্লক প্রিন্ট। এহেন পোশাক আপনাকে তো বটেই, অন্যদেরও চোখকে দেবে আরাম। এর সঙ্গে মানানসই প্রিন্টেড তসর দিয়ে তৈরি নেকপিস, সাজের ষোলোকলা পূর্ণ করেছে।

পাঠকের মতামত

Comments are closed.