183540

বলিউডে অভিনেত্রীদের ভালো করার এখন উপযুক্ত সময়: মনিষা কৈরালা

জামাল হোসেন: নেপালি বংশদ্ভূত ৯০-এর দশকের সাড়া জাগানো বলিউড নায়িকা মনীষা কৈরালা। যিনি একে একে ১৯৪২ এ লাভ স্টোরি, মান, দিল সে, গুপ্ত এর মত অনেক হিট ছবি দিয়েছেন। তিনি এএনআইতে একান্তে কথা বলার সময় বলেন, “আজকাল যেসব বিষয় বেছে নেওয়া হচ্ছে, সেগুলোও সবচেয়ে ভালো।”

রাজধানীতে তার নতুন ছবির ‘ডিয়ার মায়া’ প্রচারের সময় তিনি উপস্থিত ছিলেন। বলিউড অভিনেত্রী যিনি নিজেই ডিম্বাশয় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তিনি বিশ্বাস করেন যে এখন প্রস্তুতকারকদের এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিৎ।

আজ ক্যান্সার চিকিৎসার অনেক উন্নতি হয়েছে কিন্তু বলিউডে এখনো ক্যান্সারের গল্প নিয়ে ছবি হচ্ছে। ‘কাল হো না হো’, ‘রোকস্টার’, ‘কাট্টি বাটি’ বা ‘এ দিল হ্যায় মুশকিল’, ছবি গুলোতে মারাত্মক ক্যান্সার রোগের কারণে মৃত্যুর মধ্য দিয়ে শেষ পরিণতি দেখানো হয়েছে।

বলিউডের চলচ্চিত্র নির্মাতারা সাধারণত ভারতীয় সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের প্রবণতা প্রদর্শন করেন কিন্তু যখন ক্যান্সার মোকাবেলায় আসে, তখন তারা ন্যায়বিচার করতে ব্যর্থ হয়নি এবং এই রোগের নেতিবাচক চিত্র তুলে ধরে, ক্যান্সারে বেঁচে যাওয়া মানুষদের অসম্মান করা হয়।

‘ডিয়ার মায়া’ ছবির মাধ্যমে সহকারী পরিচালক হিসেবে শানাইয়া ভাটনাগারের অভিষেক হতে যাচ্ছে। ছবিটি ২ জুন মুক্তি পাবে।

পাঠকের মতামত

Comments are closed.