185520

ফেসবুকে মগ্ন মা, বাথটাবে ডুবে মৃত্যু আটমাসের শিশুর

আট মাসের শিশুটিকে বাথটাবে রেখে চলে গিয়েছিলেন মা। এরপর তিনি মেতে উঠেছিলেন ফেসবুক নিয়ে। জোরে টিভিও চলছিল। মায়ের আর মনেই ছিল না, শিশুটি বাথটাবে রয়েছে। যখন খেয়াল হল, ততক্ষণে শিশুটির দেহে আর প্রাণ নেই। জলে ডুবে তার মৃত্যু হয়েছে। এ মাসের ১৩ তারিখ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ট্যারান্ট কাউন্টিতে। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকারীদের জেরার মুখে অভিযুক্ত মহিলা বলেছেন, তিনি দু মিনিটের জন্য শিশুটিকে বাথটাবে রেখে চলে গিয়েছিলেন। এরপর তিনি অন্য সন্তানদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েন। ফেসবুক মেসেঞ্জারে দু জনের সঙ্গে ১৮ মিনিট ধরে চ্যাট করেন। এছাড়া জোরে টিভি চলছিল। তিনি শিশুটির কথা ভুলে গিয়েছিলেন। যখন মনে পড়ে, তখন ছুটে গিয়ে দেখেন বাথটাবে শিশুটি ভাসছে, কোনও সাড় নেই।

ময়নাতদন্তে জানা গিয়েছে, জলে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে এর আগেও শিশুদের অবহেলা করার অভিযোগ উঠেছিল। সেই কারণেই তাঁর অন্য সন্তানদের অন্যত্র রাখা হয়েছিল। এক মাস আগে সেই সন্তানদের তাঁর কাছে ফেরানো হয়। কিন্তু এরপরেই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা।

পাঠকের মতামত

Comments are closed.