192278

পরিবেশবান্ধব বোমা!

ডেস্ক রিপোর্ট :ব্রিটিশ বিমান বাহিনীর পাইলট জ্যাক ওয়াল্টার্স যুদ্ধবিমান থেকে বোমা ফেলার বদলে পরিবেশের জন্য উপকারি কোনো কাজ করতে আগ্রহী ছিলেন। আর সে আগ্রহ থেকেই বোমাবর্ষণের বদলে যুদ্ধবিমানকে পরিবেশের জন্য কাজে লাগাতে চমৎকার এক আইডিয়া মাথায় আসে তার। এরপর সে আইডিয়া থেকেই বিমান থেকে গাছের বীজ বোমাবর্ষণের উদ্যোগ নেওয়া হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং।
একটি গাছ লাগানো ও তা বড় করে তোলা সহজ কথা নয়। বীজ রোপন করলে অধিকাংশ ক্ষেত্রেই তা নানা প্রতিকূল পরিস্থিতিতে নষ্ট হয়ে যায়। আর এ কারণে বিমান থেকে বীজ ছিটিয়েও তা থেকে তেমন ফলাফল পাওয়া যায় না।
বিশ্বের গাছ লাগানোর উপযোগী খালি স্থানগুলোতে ব্যয়ের কারণে গাছ লাগানো সম্ভব হচ্ছিল না। আর এ ঝামেলা মেটাতে এগিয়ে এসেছে ব্রিটিশ পাইলটের সেই বীজ বোমাবর্ষণ পদ্ধতি।সূত্র:বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত

Comments are closed.