193401

‘বজরঙ্গি ভাইজান’ এবার চীনে

 

ডেস্ক রিপোর্ট: বেশ ক’বছর ধরেই চীনে ভালো ব্যবসা করছে ভারতীয় ছবি। সেই ধারাবাহিকতায় এবার দেশটিতে মুক্তি পাচ্ছে নন্দিত অভিনেতা সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। ভারতে ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে।

লাইভমিন্ট ও জিনহুয়া বলছে, আগামী শুক্রবার চীনের প্রেক্ষাগৃহ মুক্তি পাচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’।

ছবির মূল চরিত্র বজরঙ্গি, যে হিন্দু দেবতা হনুমানের ভক্ত। বজরঙ্গি হারিয়ে যাওয়া ৬ বছরের পাকিস্তানি কিশোরীকে তার মাতৃভূমিতে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে মিলিয়ে দেয়।

কবির খান পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর।

এরআগে আমির খানের দঙ্গল ও ‘সিক্রেট সুপারস্টার’ চীনে মুক্তি পায়। গত ১৯ জানুয়ারি চীনে মুক্তি পাওয়ার পর ‘সিক্রেট সুপারস্টার’ এ পর্যন্ত ১১ কোটি ডলার আয় করে। সুত্র সমকাল

পাঠকের মতামত

Comments are closed.