195407

নেইমারের ‘অভিনয়’ নিয়ে মুখ খুললেন ম্যারাডোনা

নেইমারের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারোই। কিন্তু মাঠে পড়ে যাওয়ার অভিনয় করে দারুণভাবে সমালোচিত হচ্ছেন তিনি। সোমবার ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পর তো মেক্সিকোর কোচ কার্লোস অসরিওর সব রাগ গিয়ে পড়েছে নেইমারের ওপর। কারণ নেইমারের অভিনয়ে বিরক্ত তিনি। বিশ্বজুড়ে নেইমারের ডাইভ নিয়ে সমালোচনার মধ্যে মুখ খুলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। নেইমারকে কিছুটা বদলানোর পরামর্শ দিয়েছেন তিনি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই মাঠে পড়ে যাওয়ার অভিনয়ের জন্য আলোচিত-সমালোচিত হয়ে আসছেন নেইমার। পাশাপাশি গ্রুপপর্বে নিজেকে সেইভাবে মেলেও ধরতে পারেননি। কিন্তু নক আউটপর্বে মেক্সিকোর বিপক্ষে ঠিকই নিজের রূপে জ্বলে উঠেছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। তার নৈপুণ্যেই সাম্বা ছন্দে ফিরেছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু সমালোচনা নেইমারের পিছু ছাড়ছে না। বিষয়টি নজরে পড়েছে ম্যারাডোনারও।

৫৭ বছর বয়সী আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বরে’র মতে নেইমারের কিছুটা বদলানো দরকার। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেছেন, ‘নেইমার তারকা খেলোয়াড়ও। তার এখনও কিছু ঘাটতি আছে। কিন্তু সে তারকা। তার বোঝা দরকার এখন ডাইভ দিলেও হলুদ কার্ড দেখতে হয় এবং ভিএআর আছে। সে এর মধ্যে একটি হলুদ কার্ড দেখেছে। নেইমারের একটু বদলানো দরকার।’

গ্রুপপর্বে চেনা যায়নি চিরচেনা ব্রাজিলকে। কিন্তু নক আউট পর্বে পা রেখেই বদলে যায় তারা। দলটির দারুণ ছন্দের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মেক্সিকো। আর ব্রাজিল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

পাঠকের মতামত

Comments are closed.