195781

গাছের বয়স ৪০, লেবুর ওজন ৩ কেজি

একটি পাতি লেবু বা কাগজি লেবুর ওজন কত হতে পারে? বড় জোর ৫০ গ্রাম থেকে ১০০ গ্রামের বেশি নয়। কিন্তু সেই লেবুর ওজন যদি প্রতিটার ৩ হাজার গ্রাম বা ৩ কেজি হয় তাহলে নিশ্চই অবাকই হবেন!

আর যে গাছটিতে এমন লেবুর ফলন ধরেছে তার বয়সটিও কিন্তু কম নয়। প্রায় ৪০ বছর ধরে বেঁচে আছে এই লেবু গাছটি।

মঙ্গলবার আব্দুল বারেক সিকদার (৬০) নামে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কলারন গ্রামের এক কৃষক চন্ডিপুর হাটে এমনই বিশাল একটি লেবু বিক্রি করতে নিয়ে আসেন। প্রথমে এটিকে সবাই বাতাবি লেবু বা স্থানীয় ভাষায় জাম্বুরা হিসেবে ভাবলেও পরে ওই কৃষকের কাছ থেকে জানা গেল এটি আসলে কাগজি লেবু।

 

হুমায়ুন নামে এক চায়ের দোকানদার ওই লেবুটির দাম হাঁকেন ৪০ টাকা। কৃষক আব্দুল বারেক ওই দামেই লেবুটি বিক্রি করেন।

গত বছরও একই দামে একই ব্যক্তির কাছে এমনই বিশাল একটি লেবু বিক্রি করেছিলেন আব্দুল বারেক।

এসময় উৎসুক লোকজন লেবুটি দেখতে হুমায়ুনের চায়ের দোকানে ভিড় জমান।

কৃষক আব্দুল বারেক পরিবর্তন ডটকমকে জানান, তার শ্বশুর মৃতঃ এসকান্দার আলী ডাকুয়া প্রায় ৪০ বছর আগে উত্তরাঞ্চল থেকে একটি চারা লেবু গাছ সংগ্রহ করে বাড়িতে এনে রোপন করেছিলেন। কয়েক বছর যেতে না যেতেই গাছটিতে ফলন ধরতে শুরু করে।

গেল বছর গাছটিতে প্রায় ১০০টি লেবু ধরে। এবার মাত্র ৮টি লেবুর ফলন হয়েছে। প্রতিটি লেবু ২ থেকে ৫ কেজি ওজনের হয়ে থাকে। তবে গাছটি বয়সের ভারে কিছুটা রুগ্ন হয়ে গেছে।

তিনি আরো জানান, এ অঞ্চলে অনেক বাড়িতে লেবুর চাষ হলেও এত বড় আকারের লেবু কারো বাড়িতে নেই। প্রতি বছর অনেকে এই লেবু কিনে নিয়ে যান। এমনকি এর ডাল কলম করে রোপন করার জন্যও অনেকে নিতে আসেন।

উৎসঃ poriborton

পাঠকের মতামত

Comments are closed.