197364

অস্কার খারিজ করলেও বার্লিনে সাদর অর্ভ্যথনা রিমা দাসের

এইসময় :  ছিটকে গিয়েছে অস্কারের দৌড় থেকে। তা বলে মন খারাপ করেননি তিনি। কেননা ৬৯তম বার্লিন আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে সাদর অর্ভ্যথনা পেল রিমা দাসের ছবি। তাঁর পরিচালিত ভিলেজ রকস্টারস বিদেশীভাষা বিভাগে মনোনয়ন পেয়েছিল অস্কারে। ভারত থেকে একমাত্র এই ছবিটিই এন্ট্রি পেয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের দৌড় থেকে ছিটকে যায় সিনেমাটি। এবার তাঁর পরিচালিত ‘বুলবুল ক্যান সিং’ ( Bulbul can sing) মনোনয়ন পেল বার্লিনে। বুধবার যে ১৬ টি ছবির চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে তার মধ্যে আছে এই ছবিটি। ছবি প্রসঙ্গে রিমা জানালেন, ‘আমি খুব খুশি। সম্প্রতি এই সিনেমার প্রিমিয়ার ছিল টরেন্টোতে। সেখান থেকে যে এত তাড়াতাড়ি বার্লিনে ডাক পাবো আমি ভাবিনি। কারণ কান, বার্লিন, টরেন্টো, ভেনিসের মতো বড় ফেস্টিভ্যালগুলি মূলত ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্যই ডাকে। সেদিক থেকে এটা আমার বিশাল সাফল্য বলতে পারি’।

এছাড়াও পরিচালক জানান, তাঁর সিনেমা ভিলেজ রকস্টারস এত মানুষের ভালোবাসা পেয়েছিল যে মানুষের সেই প্রত্যাশা পূরণ তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। এই সিনেমাও অসমের এক গ্রাম্য কিশোরীর গল্প। জীবন যুদ্ধে যাকে প্রতিনিয়ত লড়তে হয়। সে নিজে জানে, যা সে চাইছে তা হয়তো পাওয়া কঠিন, কিন্তু হারিয়ে যাওয়ার ভয়ের থেকেও সে ভালোবাসাকে শক্ত করে আঁকড়ে ধরে। ‘বুলবুল ক্যান সিং’ শেষ করার পর অনেক আশাবাদী রিমা। ধন্যবাদ জানিয়েছেন, তাঁর বন্ধু, পরিবার এবং আত্মীয়দের। তাঁর প্রতি এই ভরসা রাখার জন্য। তাঁর সৃষ্টিকে ভালোবাসার জন্য। সবশেষে তিনি বললেন, ‘বিশ্বাস রাখো, স্বপ্নেরা একদিন সত্যি হতে বাধ্য’।

পাঠকের মতামত

Comments are closed.